পাখি সংরক্ষণে সচেতনতা বাড়াতে শোভাযাত্রা
প্রকাশ : ১৯ মার্চ ২০১৭, ১৫:৫৮
জাগরণীয়া ডেস্ক
‘পাখির জন্য অভয়াশ্রম গড়ি, পরিবেশ রক্ষা করি’ এ স্লোগানকে সামনে রেখে পাখি সংরক্ষণে সচেতনতা বাড়াতে ঝিনাইদহে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ মার্চ (রোববার) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তারা বক্তব্য রাখেন।
বক্তারা পরিবেশ রক্ষায় পাখি সংরক্ষণের জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানান। একই সঙ্গে বিভিন্ন স্থানে পাখির অভয়াশ্রম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।