ঝালকাঠিতে উদ্ধার হওয়া প্রাণীর নাম নিয়ে বিড়ম্বনা

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০১৭, ১৮:৫৮

জাগরণীয়া ডেস্ক

ঝালকাঠির নলছিটি উপজেলায় উদ্ধার হওয়া প্রাণীর নাম নিয়ে বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। প্রাণীটির নাম কি তা কেউ স্পষ্ট করে বলতে পারছে না।

মাথায় আঘাত পাওয়া প্রাণীটির শারীরিক ‍অবস্থা ২৭ জানুয়ারি (শুক্রবার) কিছুটা ভালো। এর আগে ২৬ জানুয়ারি (বৃহস্পতিবার) উপজেলার মল্লিকপুর গ্রাম থেকে প্রাণীটিকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশের জিম্মায় দেয় স্থানীয়রা।

ওই দিন রাত ৯টার দিকে বন বিভাগের কর্মকর্তারা প্রাণীটিকে নিয়ে গেছে, জানিয়েছেন নলছিটি থানার পুলিশ পরিদর্শক (ওসি/তদন্ত) একেএম সুলতান মাহমুদ।

ঝালকাঠি জেলার বন কর্মকর্তা সৈয়দ নুরুজ্জামান জানান, স্থানীয় পশু হাসপাতালে মাথায় ও পায়ে গুরুতর আঘাত পাওয়া প্রাণীটির চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার অবস্থার বেশ কিছুটা উন্নতি হয়েছে। পুরোপুরি সুস্থ হলে প্রাণীটিকে অবমুক্ত করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত