সৈকতে মৃত মা কাছিম

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০১৭, ১৩:০১

জাগরণীয়া ডেস্ক

কক্সবাজার সমুদ্র সৈকতে জোয়ারে পানিতে ভেসে এসেছে প্রায় ২০ কেজি ওজনের মৃত মা কাছিম (কচ্ছপ)। সমুদ্রের কুলের কাছাকাছি স্পীড বোট অথবা নৌকার ধাক্কা লেগে কাছিমটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে ট্যুরিস্ট পুলিশ উদ্ধার করে পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করে।

২৪ জানুয়ারি (মঙ্গলবার) বিকাল ৪টায় সমুদ্র সৈকতের সীগাল পয়েন্টে কাছিমটি ভেসে ওঠে। মৃত কাছিমটি দেখতে সৈকতে পর্যটকেরা ভিড় জমায়।

ট্যুরিস্ট পুলিশের জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার রায়হান কাজেমি জানান, জোয়ারের সময় মৃত কাছিমটি ভেসে আসে। কাছিমটির পেছনের বাম পা কাটা ছিল। পরে উদ্ধার করে পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, আঘাত পেয়ে কাছিমটির পেছনের বাম পা ছিঁড়ে গেছে। সাগরে কূলের কাছাকাছি ডিম পাড়তে এসে জেলেদের জাল, নৌকা অথবা স্পীড বোটের ধাক্কা খেয়ে মারা গেছে।

তিনি আরও বলেন, এটি অলিভ প্রজাতির কাছিম। মৃত্যুর প্রকৃত কারণ জানতে আরও বেশি গবেষণা করা হবে। পরে সমাধানের চেষ্টা করা হবে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত