শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০১৯, ১৬:৩১

জাগরণীয়া ডেস্ক

পর্যটন নগরী এবং চা শিল্পাঞ্চল সমৃদ্ধ শ্রীমঙ্গলে টানা তিনদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

ঢাকা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক হারুনুর রশিদ জানান, ২৬ জানুয়ারি (শনিবার) দেশের সর্বনিম্ন তাপমাত্রা হলো শ্রীমঙ্গলে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।  ২৫ জানুয়ারি (শুক্রবার) সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন ২৪ জানুয়ারি (বৃহস্পতিবার) ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। 

১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

রেকর্ডের পরিসংখ্যানগুলো দেখলে বুঝা যায় সর্বনিম্ন তাপমাত্রা থাকলেও শ্রীমঙ্গলে অতীতে শীতের যে তীব্রতা ছিল, এখন আর তা নেই। সহনীয় মাত্রার শীত দখল করেছে এই জনপদে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত