আদিতমারীতে গণহারে কুকুর টিকাদান শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৯, ২২:৪১
জনস্বাস্থ্য সম্পর্কিত মারাত্মক ও গুরুত্বপূর্ণ রোগ জলাতঙ্ক ২০২২ সালের মধ্যে বাংলাদেশ থেকে নির্মূলের লক্ষ্যে ১৫ জানুয়ারি (মঙ্গলবার) লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় গণহারে কুকুর ঠিকাদান কর্মসূচি (এমডিভি) বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নবিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মোশারফ হোসেন, ভেটেরিনারি সার্জন ডা. এ. আর. এম. আল-মামুন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ. এস. এম. আরিফ মাহফুজ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমডিভি কনসালটেন্ট ডা. এম. মুজিবুর রহমান।
উল্লেখ্য ১৭ জানুয়ারী থেকে উপজেলার ৮টি ইউনিয়নে ১৬ টি দক্ষ টিম নিয়ে এক যোগে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে গণহারে কুকুর ঠিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হবে।