চার দিনের অসহনীয় তাপদাহের পর শান্তির বৃষ্টি

প্রকাশ : ৩১ মে ২০১৮, ১০:০১

জাগরণীয়া ডেস্ক

গত চারদিন ধরে চলা অসহনীয় তাপদাহে রাজধানীতে যখন জীবনযাপন ওষ্ঠাগত তখন আজ ৩১ মে (বৃহস্পতিবার) সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় নেমে এলো শান্তির মুষলধারা। আবহাওয়া অধিদপ্তর এর মতে, বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ঢাকায় ৮১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর চট্টগ্রামে হয়েছে ৭৫ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে আজও কিছু কিছু জেলায় তাপপ্রবাহ রয়েছে।

এর আগে বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কিশোরগঞ্জের নিকলীতে ৩৭ দশমিক ১ ডিগ্রি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত