বদলে গেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম
প্রকাশ : ১৪ মে ২০১৮, ১৫:০৩
বদলে গেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম, নতুন নাম হয়েছে ‘পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন’ মন্ত্রণালয়।
১৪ মে (সোমবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রণালয়ের নাম বদলের প্রস্তাব অনুমোদন পায়।
বৈঠকের পর এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, জলবায়ু পরিবর্তনের বিষয়টি বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ হওয়ায় আশপাশের দেশগুলোর সঙ্গে মিলিয়ে জলবায়ু পরিবর্তন শব্দটি যোগ করা হয়েছে। নাম পরিবর্তনের এ প্রস্তাব আগেই এসেছিল। আশপাশের দেশগুলোর সঙ্গে মিলিয়ে ‘ক্লাইমেট চেইঞ্জ’ যুক্ত করা হয়েছে। এখন থেকে বাংলায় ‘পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়’ এবং ইংরেজিতে ‘Ministry of Environment, Forest and Climate Change’ হবে এ মন্ত্রণালয়ের নাম।
নাম পরিবর্তনের কি সুবিধা পাওয়া যাবে জানতে চাইলে তিনি বলেন, সারাবিশ্বে এখন জলবায়ু পরিবর্তনের বিষয়টি আলোচনায় এসেছে। জলবায়ু তহবিল সংক্রান্ত যেসব কার্যক্রম আসবে আমরা সে বিষয়ে জানতে পারবো।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আপনারা দেখেছেন প্রকৃতিতেও পরিবর্তন এসেছে। ঝড়, বৃষ্টি, আগাম বন্যা কত রকমের প্রাকৃতিক দুর্যোগ আমরা শুধু বাংলাদেশে না সারাবিশ্বেই দেখতে পাচ্ছি। এজন্য বিষয়টি এখন আর বাংলাদেশের বিষয় নয়। বিশ্বব্যাপী আলোচনা চলছে।
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যে হারে বাড়ছে, তা অব্যাহত থাকলে বাংলাদেশের একটি বড় এলাকা পানির নিচে চলে যেতে পারে এবং প্রায় দুই কোটি মানুষ বাস্তুচ্যূত হতে পারে বলে সতর্ক করে আসছেন গবেষকরা।