পৃথিবীর সবচেয়ে নোংরা নদী ‘সিতারাম’

প্রকাশ : ২২ মার্চ ২০১৮, ০২:৫৯

জাগরণীয়া ডেস্ক

ইন্দোনেশিয়ার সিতারাম নদীটা বিখ্যাত হয়েছে তার ময়লার কারণে। এটাকে পৃথিবীর নোংরাতম নদী বলে চেনে সবাই। অথচ এই নদীকে কেন্দ্র করে বাস করেন ৫০ লাখের বেশি মানুষ। তাহলে করণীয় কী? একটাই, নদীটাকে পরিষ্কার করতে হবে। 

কিন্তু একটা নদীকে পরিষ্কার করা সোজা কথা! ইন্দোনেশিয়ার সরকার এ কাজ হাতে নিয়ে অসম্ভব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। কাজটা ‘মিশন ইম্পসিবল’ বলেই মনে হচ্ছে। এই নদীতে মারকারি, সীসা এবং আরো অনেক ধরনের বিষাক্ত উপাদানে পূর্ণ। জাভা আইল্যান্ড থেকে ৩০০ কিলোমিটার বিস্তৃত হয়েছে নদীটি। এর দুই পাশে গড়ে ওঠা বসতির ৫০ লাখেরও বেশি মানুষের স্বাস্থ্যঝুঁকির কারণ হয়েছে সিতারাম। 

অবশেষে এই নদীটিকে সাফ করার কঠিন চ্যালেঞ্জ হাতে নেয় জাকার্তা। কেবল সাফই নয়, ২০২৫ সালে এ নদীর পানি পান করতে পারবে মানুষ। সিতারামের এ অবস্থার জন্যে যেসব প্রতিষ্ঠান দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মাঠে নেমেছে পুলিশ, সেনাবাহিনী এবং নীতিনির্ধারণী কর্তৃপক্ষ। যেসব কারখানা এ নদীতে বর্জ্য ফেলে তাদের লাইসেন্স বাতিল করা হবে। 

সূত্র: দুবাই পোস্ট 

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত