দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে
প্রকাশ : ০৬ মার্চ ২০১৮, ১২:২৪
জাগরণীয়া ডেস্ক
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হালকা অথবা মাঝারি ধরণের বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। সেই সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।
৬ মার্চ (মঙ্গলবার) সন্ধ্যা থেকে আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, ঢাকাসহ কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
গত ৫ মার্চ (সোমবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ৩৫.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়া ১৭.২ ডিগ্রি সেলসিয়াস।