প্রচণ্ড শীতে কাঁপছে পঞ্চগড়

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০১৮, ১৪:৫৭

জাগরণীয়া ডেস্ক

গত ৩-৪ দিনের টানা শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় কাঁপছে হিমালয়ের পাদদেশে অবস্থিত উত্তরের জেলা পঞ্চগড়। পূর্বে মাঝে মাঝে দিনে সূর্য দেখা যেতো। আর এখন দিনেও সূর্যের দেখা মিলছে না। দিন যতই যাচ্ছে পাহাড় থেকে বয়ে আসছে হাড় কাঁপানো শৈত্যপ্রবাহ আর শীত।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উঠা নামা করছে পঞ্চগড়ের তাপমাত্রা। ৬ জানুয়ারি (শনিবার) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস।

হিমালয় থেকে বয়ে আসা শীত আর শৈত্যপ্রবাহে কঠোর হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। এদিকে শীত বেড়ে যাওয়ায় ছিন্নমূল ও হতদরিদ্র মানুষের আয় উপার্জনও কমে গেছে।

শীতের হাত থেকে রক্ষা পেতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেক। অনেকেই কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। আবার কেউ গরম কাপড় পরে বেরিয়ে পড়েছেন জীবিকার তাগিদে। সন্ধ্যে নামলেই সুনসান নিরবতা নেমে আসছে পুরো পঞ্চগড় শহরজুড়ে। অত্যন্ত সতর্কতার সঙ্গে যানবাহন চালাতে হচ্ছে চালকদের। গভীর কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে দিনের বেলাতেও। সন্ধ্যার পর থেকে রাত বাড়ার সাথে সাথে বাড়ছে শীতের মাত্রাও।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত