ভারত থেকে গন্ডার ফেরাতে হাতি পাঠাচ্ছে নেপাল

প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৭, ১৬:২৮

জাগরণীয়া ডেস্ক

চার মাস আগে বন্যার পানিতে ভেসে ভারতে চলে যাওয়া এক শিং বিশিষ্ট গন্ডার ফিরিয়ে নিতে পোষা হাতি পাঠাচ্ছে নেপাল। এবারের বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে সীমান্ত ঘেঁষা চিতওয়ান ন্যাশনাল পার্কের অনেক গন্ডার ভারতের উত্তর প্রদেশের বাল্মিকী টাইগার রিজার্ভ ফরেস্টে ভেসে চলে যায়।

সম্প্রতি সীমান্ত থেকে প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণে বাল্মিকী রিজার্ভ ফরেস্টে ওই দুই গন্ডারের দেখা মেলে। এর আগে ওই রিজার্ভ ফরেস্ট থেকে আরও ৮টি ভেসে যাওয়া একশৃঙ্গী গন্ডার ফিরিয়ে নিয়ে গেছে নেপাল। উদ্ধার করেছে মৃত দুই গন্ডার। 

এবার পোষা হাতিকে কাজে লাগিয়ে নতুন খোঁজ পাওয়া গন্ডার দুটিকে তাড়িয়ে চিতওয়ান ন্যাশনাল পার্কের সংরক্ষিত অভয়ারণ্যে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। বর্তমানে সেখানে প্রায় ৬শ’ একশৃঙ্গী গন্ডার রয়েছে। এস গন্ডার দেখতে প্রতি বছরই হাজার হাজার পর্যটক পাহাড়ি বন চিতওয়ান ন্যাশনাল পার্কে সাফারিতে যায়।

নেপালের চিতওয়ান ন্যাশনাল পার্কে হাতির পিঠে চড়ে গন্ডার সাফারি। বর্তমানে সারা পৃথিবীতে কেবল নেপাল এবং ভারতের আসাম ও পশ্চিমবঙ্গের হিমালয় পাদদেশীয় এলাকায় এই একশৃঙ্গী গন্ডারের বসবাস হয়েছে। এদের সংখ্যা এখন হাজার তিনেক হবে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত