ক্যালিডোনিয়ায় ৬.৮ মাত্রার ভূমিকম্প
প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৭, ২২:৪৪
জাগরণীয়া ডেস্ক
নিউ ক্যালেডোনিয়া উপকূলে ৩১ অক্টোবর (মঙ্গলবার) একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৮। তবে এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি। ভূ-কম্পনবিদরা একথা জানান।
এএফপি’র প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটি রাজধানী নুমিয়া থেকে প্রায় ২৫৩ কিলোমিটার এবং স্বল্প বসতিপূর্ণ লোয়ালটি দ্বীপপুঞ্জের টাডিন থেকে ১০৯ কিলোমিটার দূরে ভূ-পৃষ্ঠের ২৯ কিলোমিটার গভীরে আঘাত হানে।
জয়েন্ট অস্ট্রেলিয়ান সুনামি ওয়ার্নিং সেন্টার ও হাওয়াই ওয়ার্নিং সেন্টার থেকে জানানো হয়েছে, কোনোরকম সুনামির সম্ভাবনা নেই। এখন পর্যন্ত হতাহতেরও কোনও খবর পাওয়া যায়নি।