নাটোরে বন্যা পরিস্থিতির অবনতি
প্রকাশ : ২২ আগস্ট ২০১৭, ২১:০৭
নাটোরের সিংড়ায় সার্বিক বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় আত্রাই নদীর পানি বৃদ্ধি পেয়ে ৯৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রভাবিত হচ্ছে। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
এখন পর্যন্ত সিংড়া পৌরসভা এবং ১১ ইউনিয়নের ১২১টি গ্রাম প্লাবিত হয়। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় লক্ষাধিক মানুষ। দুর্গত মানুষদের আশ্রয়ের জন্য উপজেলা সদরে খোলা হয়েছে ১৬টি আশ্রয় কেন্দ্রে। এখন পর্যন্ত অন্তত ৩ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে।
বন্যা দূর্গত মানুষদের মাঝে সরকারি এবং ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। সিংড়া পৌরসভার হলরুমে ১৩’শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এছাড়া নলডাঙ্গার বিলজোয়ানী, বাশিলা, নুরিয়াগাছাসহ বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেছেন নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান এবং নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলিসহ অন্যান্যেরা।