চলে গেলেন বরেণ্য সঙ্গীতশিল্পী শাম্মী আখতার

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৮, ২৩:১৭

জাগরণীয়া ডেস্ক

জাতীয় পুরস্কার জয়ী বরেণ্য সঙ্গীতশিল্পী শাম্মী আখতার আর নেই। ১৬ জানুয়ারি (মঙ্গলবার) হাসপাতাল নেয়ার পথে শেষ নিঃশ্বাস ​ত্যাগ করেন এক সময়ের জনপ্রিয় প্লেব্যাক শিল্পী শাম্মী আখতার।

শিল্পী শাম্মী আখতারের পারিবারীক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেশ অনেকদিন।

মঙ্গলবার দুপুরে হঠাৎ নিজ বাসভবনে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এক অনন্য নক্ষত্র। রাজধানীর শান্তিনগর চামেলীবাগের আমিনবাগ মসজিদে আগামি ১৭ জানুয়ারি (বুধবার) বাদ যোহর জানাজা শেষে শাহজাহানপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, ‘আমি যেমন আছি তেমন রব, বউ হব না রে’,‘আমি তোমার বধূ’এবং ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’সহ অসংখ্য কালজয়ী গানে কন্ঠ দিয়েছেন তিনি। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরেণ্য সঙ্গীতশিল্পী শাম্মী আখতারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত