স্ত্রী’র বিরুদ্ধে নানা অভিযোগ
অজ্ঞাত স্থান থেকে অভিনেতা বৈরাগীর ভিডিও বার্তা
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ১৮:০৪
অভিনেতা ফখরুল হাসান বৈরাগী নিখোঁজ রয়েছেন বলে দাবী করেছিলেন তার স্ত্রী রাজিয়া হাসান। এইসুত্রেই সংবাদ মাধ্যমে আলোচিত হয় ফখরুল হাসান বৈরাগীর নিখোঁজের সংবাদ।
গত ৪১ দিন নিখোঁজ থাকার পর অজ্ঞাত স্থান থেকে একটি ভিডিওবার্তা পাঠিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেতা ফখরুল হাসান বৈরাগী।
সোমবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশিত ভিডিওবার্তায় ফখরুল হাসান বৈরাগী জানান, তিনি সুস্থ ও নিরাপদ স্থানে আছেন। তাঁর নিখোঁজ হওয়ার সংবাদ সম্পূর্ণ মিথ্যা। স্ত্রী রাজিয়া হাসান এই মিথ্যা খবর উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করেছেন বলে দাবি করেন এই বর্ষীয়ান অভিনেতা। তিনি বার্তায় জানান, আসলে স্বেচ্ছাতেই আত্মগোপন করেছিলেন তিনি।
ভিডিও বার্তায় ফখরুল হাসান বৈরাগী বলেন, ‘আমি ফখরুল হাসান বৈরাগী। আজ ১৭ সেপ্টেম্বর-২০১৬ ইংরেজি তারিখে সন্ধ্যার দিকে কিছু গণমাধ্যমে আমার নিখোঁজ হওয়ার একটি খবর দেখে আমি ভীষণ অবাক হয়ে যাই। এ প্রসঙ্গে আমি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে কারো দ্বারা প্ররোচিত না হয়ে আমার সকল আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও আমার শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে বলতে চাই যে, আমার স্ত্রী পরিচয়দানকারী স্ত্রী রাজিয়া হাসান যে বক্তব্য দিয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও আমার সুনাম ক্ষুণ্ণ করার জন্য একটি চক্রান্তের অংশবিশেষ। আমি বর্তমানে সুস্থ, স্বাভাবিক এবং নিরাপদ স্থানে আছি। তবে আমার প্রাণরক্ষার স্বার্থে এবং নিরাপত্তার স্বার্থে আমি আমার বর্তমান অবস্থান গোপন রাখছি। এ জন্য আমি দুঃখিত। আমি যেহেতু একজন প্রাপ্তবয়স্ক মানুষ, সেহেতু বলতে চাই যে এখন হতে ভবিষ্যতে ওই রাজিয়া হাসানের সঙ্গে আমি কোনোরকম যোগাযোগ বা কোনো সম্পর্ক রাখতে চাই না এবং আমি আশাকরি, এ ব্যাপারে সকলের সহযোগিতা আমি পাব। আর একটি কথা, আমার অসুস্থ মা, আমার ভাই-বোন সকলকে নিয়ে আমার সঙ্গে যে বিরোধের কথা রাজিয়া হাসান উল্লেখ করেছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর। আমি সকলের কাছে দোয়া চাই, আমি যত দিন বেঁচে আছি বা বেঁচে থাকব তত দিন যেন আমি সুস্থভাবে, সুন্দরভাবে নিরাপদে ও শান্তিতে বাঁচতে পারি। এই দোয়া সকলে আপনারা করবেন। আল্লাহ হাফেজ।’
এদিকে, গত ৭ আগস্ট থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন বৈরাগীর স্ত্রী রাজিয়া হাসান। সে সময় রাজিয়া দাবি করেছিলেন, পারিবারিক কারণে ফখরুল হাসান বৈরাগী নিখোঁজ হন। তবে ভিডিওবার্তায় এসব কথাকে মিথ্যা বলে দাবি করেন বৈরাগী।