দারিদ্র্য বিমোচনে শাকিরার কনসার্ট
প্রকাশ : ১২ জুন ২০১৭, ২১:৫৪
জাগরণীয়া ডেস্ক
জাতিসংঘের সহায়তায় ২০৩০ সালের মধ্যে দারিদ্র্য বিমোচনের জন্য কনসার্টে অংশ নেবেন পপ সুপারস্টার শাকিরা। এ উপলক্ষে শাকিরা ঘোষণা করেন, ইউরোপে গ্রীষ্মকালীর প্রথম আন্তর্জাতিক গ্লোবাল সিটিজেন ফেস্টিভালে অংশ নেবেন তিনি। আগামি ৬ জুলাই হ্যামবার্গে এ কনসার্ট অনুষ্ঠিত হবে।
এ মুহূর্তে শাকিরা ও উইলিয়ামস দু’জনেই অনেক দাতব্য সংস্থার সঙ্গে জড়িত এবং তারা ইতিমধ্যে ‘কোল্ডপ্লে’, ‘এলি গোল্ডিং’ এবং সঙ্গীত তালিকায় শীর্ষে থাকা অনলাইন সাইড ‘দ্য চেইনস্মোক’-এর সঙ্গে কাজ করেছেন।
শাকিরা এক বিবৃতিতে বলেন, ‘একজন বৈশ্বিক নাগরিক হিসেবে আমি বিশ্বাস করি, শিশুরাই আমাদের ভবিষ্যৎ। আমাদের উচিত শিশুদের দারিদ্র্যের দুষ্টচক্র ভেঙে মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং যথাযথ পুষ্টি সরবরাহ নিশ্চিত করা। এখনও বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে আটকে আছে।’