মডেল সোনিকার মৃত্যু, বিক্রমের বিরুদ্ধে হত্যা মামলা
প্রকাশ : ৩১ মে ২০১৭, ২১:২০
ভারতের পশ্চিমবঙ্গের মডেল সোনিকা সিং চৌহানের মৃত্যুর ঘটনায় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে 'অনিচ্ছাকৃত হত্যা'র মামলা করা হয়েছে।
৩০ মে (মঙ্গলবার) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি গ্রহণ করেন। এর আগে বিক্রমের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা করা হয়। সেই মামলায় তিনি বর্তমানে জামিনে আছেন। তবে এবারের মামলাটি জামিন–অযোগ্য ধারায় করা।
নতুন এই মামলার কারণে বিক্রমকে গ্রেপ্তারে করতে বাধা থাকল না। আর অভিযোগ প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে।
এনডিটিভি অনলাইনের খবরে বলা হয, গত ২৯ এপ্রিল গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় মডেল সোনিকা সিং চৌহানের। গাড়িটি চালাচ্ছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। পুলিশ প্রথমে বিক্রমের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে মামলা করে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সেই দিন তিনি মদ্যপ ছিলেন। বেপরোয়া গাড়ি চালাচ্ছিলেন। পুলিশ তাই সোনিকার মৃত্যুর জন্য বিক্রমের বিরুদ্ধে বেসামাল ও বেপরোয়া আচরণের অভিযোগ এনে অনিচ্ছাকৃত খুনের ধারাটি যুক্ত করে আবার মামলা করেছে।