সৌদের মিনি সিরিয়ালে সুবর্ণা মুস্তাফা

প্রকাশ : ০৫ মে ২০১৭, ২০:০১

জাগরণীয়া ডেস্ক

নাট্য রচয়িতা ও নির্মাতা বদরুল আনাম সৌদ এবারই প্রথম দীপ্ত টিভির জন্য ছয় পর্বের মিনি সিরিয়াল ‘ইঁদুর বিড়ালের গল্প’ নির্মাণ করছেন।

নিজের রচনায় নির্মাণ চলতি এই মিনি সিরিয়াল প্রসঙ্গে সৌদ জানান, এটি সম্পূর্ণ কমেডি ঘরানার মিনি সিরিয়াল। এতে রাবু চরিত্রে অভিনয় করছেন বরেণ্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা এবং তার বিপরীতে আনিস চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু। বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন সাজু খাদেম, রুনা খান, ইরফান সাজ্জাদ ও নাজিবা বাশার। 

সুবর্ণা মুস্তাফা বলেন, ‘মিনি সিরিয়াল কনসেপ্টটা ভালো লেগেছে। যদি দর্শকের এই ধরনের মিনি সিরিয়ালের প্রতি ভালোলাগা জন্মায় তাহলে সিরিয়াল নির্মাণের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে। কারণ এতে রাবু চরিত্রটি বেশ নিয়ম-শৃঙ্খলার মধ্য দিয়ে চলে। কিন্তু তার আশপাশে যারা তারা কেউই নিয়মের মধ্যে চলে না। ফলে নানান মজার মজার ঘটনা ঘটতে থাকে।’

চলতি মাসেই যে কোনো সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এবং রাত ৯টা ২০ মিনিটে দীপ্ত টিভিতে মিনি সিরিয়ালটি প্রচার হবে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত