এবার ‘বাহাদুরী’ ভূমিকায় পরীমনি

প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৭, ১৩:৫৬

জাগরণীয়া ডেস্ক

ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা পরীমনি এবার নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। 

শফিক হাসান পরিচালিত ‘বাহাদুরী’ নামের ছবটিতে পরীর সহশিল্পী হিসেবে রয়েছেন সাইমন সাদিক ও জায়েদ খান। আরেকজন নবাগত নায়িকাকে দেখা যাবে ছবিটিতে।

বিএফডিসিতে ২৫ এপ্রিল (মঙ্গলবার) সন্ধ্যায় ‘বাহাদুরী’ ছবির মহরত অনুষ্ঠানে পরী মনি বলেন, সিনেমার সোনালি যুগ রুপালি যুগ আমি বুঝিনা। আমি এখানে হাঁটতে শুরু করেছি, এখনো হাঁটছি। জানি না, আর কতদিন হাঁটব। যতটুকুই পেয়েছি সবটুকুই প্রত্যাশার বাইরে ছিল। আমি এতটা আশা করিনি। 

এদিকে সাইমন বলেন, আশা করি দর্শকরা একটি ভিন্ন মাত্রার ছবি দেখতে পারবেন। এছাড়া পরীর সঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছি। এর আগে শফিক ভাইয়ের 'স্বপ্নছোয়া' ছবিতেও কাজ করেছি।

মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, ওমর সানী, মিশা সওদাগর, জায়েদ খান, সাইমন সাদিক প্রমুখ।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত