পূজার ধর্ষণ মামলার আসামি সালমান!

প্রকাশ : ১৬ জুন ২০১৬, ১৭:৪১

জাগরণীয়া ডেস্ক

আবারও খবরের শিরোনামে এসেছেন বলিউড অভিনেতা সালমান খান। তবে নতুন কোন ছবি নিয়ে নয় বরং ধর্ষণ মামলার আসামি হয়ে। সালমান ও প্রবীণ অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে আসামী করে প্রাক্তন বিগ বস প্রতিযোগী পূজা মিশ্র ধর্ষণ মামলা দায়ের করেছেন। 

দুই প্রজন্মের দুই হেভিওয়েট অভিনেতার বিরুদ্ধে দায়ের করা মামলার কপি নিজের ফেসবুকে পেজেও শেয়ার করেছেন পূজা। এর ক্যাপশনে তিনি লিখেছেন, "সালমান ও তার পরিবার, শত্রুঘ্ন সিনহা ও তার পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। আমি যখন আমার টেলি‍ভিশন শো ‘আভি তো পার্টি শুরু হুয়ি হ্যায়’র দৃশ্যধারণ করতে দিল্লি গিয়েছিলাম, সেসময় তারা আমাকে ধর্ষণ করেছিলেন"।

তবে পূজা ফেসবুকে মামলার যে কপিটি শেয়ার করেছেন সেটা স্পষ্ট নয় বলে বলিউড পাড়ায় কিংবা গণমাধ্যমে খবরটিকে কেউ পাত্তা দিচ্ছেন না। শোনা যাচ্ছে, নিজের টেলিভিশন শো ‘আভি তো পার্টি শুরু হুয়ি হ্যায়’-এর প্রচারের জন্য পূজা এই গুঞ্জনটি ছড়িয়েছেন। 

তাছাড়া এবারই প্রথম নয়, এর আগে শ্লীলতাহানির অভিযোগ তুলে জয়পুরে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন পূজা। গত বছর একটি পাঁচ তারকা হোটেলের এক ছেলের বিরুদ্ধেও একই অভিযোগে মামলা করেছিলেন তিনি।   

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত