নন্দা’র অভিনয়ে অমিতাভের ‘না’

প্রকাশ : ১৬ জুন ২০১৬, ০১:৫০

জাগরণীয়া ডেস্ক

কিছুদিন ধরেই বলিউডে কানাকানি চলছিলো যে অমিতাভ বচ্চনের নাতনী নব্যা নভেলি নন্দা আসছেন অভিনয়ে। কিন্তু সেই কানাকানি এবার বন্ধ করে দিলেন স্বয়ং অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন সাফ জানিয়ে দিয়েছেন এখনই অভিনয়ে আসছেন না।

অমিতাভ বচ্চন বলেন ‘কিছুদিন আগেই স্কুলের পড়াশোনা শেষ করেছে নব্যা। এখন ও উচ্চতর শিক্ষা নিয়ে ব্যস্ত। ছবিতে কাজ করার খবরটা সম্পূর্ণ ভুল” এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আর পাঁচটা সাধারণ পরিবারের মতোই তাঁরা। অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন এবং নিজের কাজের ভাল-মন্দ সবটাই নিজেদের মধ্যে আলোচনা করেন। এমনকী, অমিতাভ অভিনীত সব ছবি কিন্তু জয়া বচ্চনের পছন্দের হয় না।

রাম গোপাল ভার্মার সঙ্গে ‘সরকার থ্রী’তে কাজ করার প্রসঙ্গে বলেছেন, ‘রাম গোপাল ভার্মা একজন দক্ষ নির্দেশক। অনেকগুলো মনে রাখার মতো ছবি তিনি করেছেন। ওঁর সঙ্গে কাজ করতে ভালই লাগে। এবার কাজটা প্রশংসা পাবে না সমালোচনা, সেটা নির্ভর করে দর্শকের উপর।’

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত