বৈশাখে শিশুতোষ চলচ্চিত্র ‘জল শ্যাওলা’
প্রকাশ : ১৭ মার্চ ২০১৭, ১৪:১৯
১৪ এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিনে সাইমন অভিনীত প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘জল শ্যাওলা’ মুক্তি পাচ্ছে। টাইমস ওয়ার্ল্ড মিডিয়া লিমিটেডের প্রযোজনায় জেসমিন আক্তার নদী পরিচালিত এ ছবিটি ইতোমধ্যে মুক্তির সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছে এই নির্মাতা।
জেসমিন আক্তার নদী বলেন, পহেলা বৈশাখের দিনটি খুবই উৎসবমুখর থাকে। তাই সারাদেশের প্রেক্ষাগৃহে জল শ্যাওলা সিনেমাটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
সিনেমাটিতে প্রথমবারের মতো সাইমন সাদিক ও নবাগত মানসী প্রকৃতি জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন।
ছবি প্রসঙ্গে সায়মন সাদিক বলেন, আমাদের দেশে শিশুতোষ ছবি খুব কম নির্মাণ হয়। আর ছবির কাহিনি বেশ ভালো লেগেছে। এ দুটি কারণে ছবিটিতে কাজ করেছি।
আসাদ্জ্জুামান বাবলুর গল্পে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তারিকুল ইসলাম ভূইয়া। ছবিটিতে আরও অভিনয় করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, রেহেনা জলি, রিপন খান, সীমান্ত, জিসান, সুজন মাজাহার, অপ্সরা মনি, মাস্টার ইমন, রাজু অনিক, তানিশা, তানভীর প্রমুখ।