পরীর নতুন ছবি ‘দাফন’
প্রকাশ : ১৪ মে ২০১৬, ১৭:৩১
জাগরণীয়া ডেস্ক
বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় চিত্রনায়িকা পরী মনি এবার শুরু করতে চলেছেন ‘দাফন’ ছবির শুটিং। নজরুল ইসলাম খানের পরিচালনায় বর্তমান সামাজিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি।
এ প্রসঙ্গে ছবির পরিচালক বলেন, ‘সামাজিক প্রেক্ষাপট নিয়ে আমি ছবির গল্পটি নির্বাচন করেছি। এখানে পরিবারের স্নেহ-ভালোবাসা ছাড়াও রাজনৈতিক বিষয়গুলো উঠে আসবে। বর্তমান সময়ের গল্প নিয়ে ছবিটি নির্মাণ করেছি।’
দাফন ছবিটিতে পরীর বিপরীতে রয়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। বাপ্পীকে একজন মাদ্রাসা ছাত্রের ভূমিকায় দেখা যাবে। ছবিটিতে আরো অভিনয় করছেন মিশা সওদাগর, মিজু আহমেদ, হাবিব খান, প্রবীর মিত্র, রাশেদা ও রেহানা জলি। এর আগে পরিচালক নজরুল ইসলাম খান ‘রানা প্লাজা’ ছবিটি বানিয়ে মুক্তি দিতে পারেননি।
0Shares