বিয়ে করবেন সেলেনা
প্রকাশ : ০৭ মার্চ ২০১৭, ১৮:০০
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
জাগরণীয়া ডেস্ক
![](/assets/news_photos/2017/03/07/image-6504.jpg)
সেলেনা গোমেজ বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। শিগগিরই তার বিয়ের আয়োজন শুরু হবে।
গেল বছর জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে বেশ মুষড়ে ছিলেন সেলেনা। ডিপ্রেশনের জন্য রিহ্যাবে পর্যন্ত যেতে হয়েছিল সেলেনাকে।
সেলেনার সেই সময় এখন বদলেছে। এখন তার প্রেমিকের নাম ‘দ্য উইকএন্ড’। কানাডার এই গায়কের প্রেমে এতটাই হাবুডুবু খাচ্ছেন সেলেনা যে, সামনের মাসে প্রেমিকের বাবা-মায়ের সঙ্গে দেখা করার প্ল্যানও সেরে ফেলেছেন।
অনেকে বলছেন এনগেজমেন্ট তো হয়েই গিয়েছে। বিয়ের ডেট পাকা করতেই কানাডা যাচ্ছেন সেলেনা।