সাবেক মিস ইন্ডিয়াকে যৌন হয়রানির অভিযোগ

প্রকাশ : ০৫ মার্চ ২০১৭, ১৭:২৬

জাগরণীয়া ডেস্ক

যৌন হয়রানির অভিযোগ এনে মামলা দায়ের করেছেন সাবেক মিস ইন্ডিয়া সনু ওয়ালিয়া। তার অভিযোগের ভিত্তিতে তথ্য ও প্রযুক্তি আইনে বেনামী ব্যক্তিকে উদ্দেশ্যে করে একটি মামলা দায়ের করেছে মুম্বাই পুলিশ।  

মুম্বাই মিরর জানায়, বেশ কিছু দিন ধরে অচেনা নম্বর থেকে অশালীন বার্তা ও ভিডিওচিত্র পেয়ে আসছেন সনু ওয়ালিয়া। উত্যক্তকারী ব্যক্তিকে এ ব্যাপারে হুশিয়ার করা হলে এ হয়রানি আরও বেড়ে যায়। ফলে বাধ্য হয়েই আদালতের শরনাপন্ন হয়েছেন তিনি।

সম্প্রতি বিজেপি নেত্রী সাইনা এনসিকে একইভাবে উত্যক্ত করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।

উল্লেখ্য, ১৯৮৫ সালে মিস ইন্ডিয়ার খেতাব অর্জন করা সনু ওয়ালিয়া ১৯৯৮ সালে অভিনেত্রী রেখার সঙ্গে ‘খুন ভারি মাঙ’ ছবিতে অভিনয় করেছিলেন। এছাড়া ‘দিল আহসান হ্যায়’ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

তবে টিভি সিরিয়াল ‘বেতাল পঁচিশ’ ও টিভি অনুষ্ঠান ‘মহাভারত’-এর সুবাদে ছোটপর্দায় সুপরিচিত ৫৩ বছর বয়েসি এই অভিনেত্রী।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত