‘বাহুবলী-টু’ সবার আগে দেখবেন রানী এলিজাবেথ
প্রকাশ : ০৪ মার্চ ২০১৭, ১১:৫৭
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
জাগরণীয়া ডেস্ক
![](/assets/news_photos/2017/03/04/image-6423.jpg)
ছবির সংশ্লিষ্টরা ব্যতিত দর্শকদের মধ্যে রানী দ্বিতীয় এলিজাবেথ সবার আগে জানবেন কাটাপ্পা কেনো বাহুবলীকে হত্যা করেছিলেন। কারণ ভারতের ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছেন ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউট। সেখানেই প্রদর্শিত হবে এসএস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’।
অন্যদিকে, একই অনুষ্ঠানে ছবিটি উপভোগ করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এ ব্যাপারে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’ অভিনয় করেছেন প্রভাস, রানা ডগ্গুবাতি, তামান্নাসহ প্রমুখ। ২৮ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।
সূত্র: ইন্ডিয়া টুডে