গুরুত্বপূর্ণ দৃশ্য কর্তনের অভিযোগ কঙ্গনার
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩৪
অনেক আলোচনা সমালোচনা তর্ক বিতর্কের পর সম্প্রতি মুক্তি পেয়েছে বিশাল ভরদ্বাজের ইতিহাস নির্ভর সিনেমা ‘রেঙ্গুন’। তবে মুক্তির পরেও এই সিনেমা নিয়ে নতুন অভিযোগ তুললেন অভিনেত্রী কঙ্গনা রানাউত।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূটিতে নির্মিত ‘রেঙ্গুন’ নিয়ে বরাবরই উচ্ছ্বসিত ছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। এমনকি এই খবরও শোনা যায় এ ছবিতে শহীদ কাপুর ও সাইফ আলি খান-এর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ কঙ্গনা অভিনীত চরিত্রটি। কিন্তু এবারে কঙ্গনা বললেন এ ছবি থেকে তার অভিনীত বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ নাকি কেটে ফেলা হয়েছে!
আইএনএসকে দেয়া এক সাক্ষাতকারে কঙ্গনা বলেন, “আমি খুবই আনন্দিত যে ‘রেঙ্গুন’ সবার ভালো লেগেছে। বিশেষ করে আমার অভিনয় নিয়ে সবার কাছ থেকেই অনেক প্রশংসা শুনতে পাচ্ছি। এটা একজন অভিনেত্রীর জন্য সত্যিই অনেক বড় পাওয়া।”
কঙ্গনা আরও বলেন, “সিনেমাটি দেখে প্রথমে আমি খুবই হতাশ হয়েছিলাম। কারণ ‘রেঙ্গুন’ থেকে আমার বেশকিছু গুরুত্বপূর্ণ দৃশ্য কেটে ফেলা হয়েছে। যেগুলো ছাড়া এ সিনেমায় আমার চরিত্রটিকে খুবই সাদামাটা মনে হবে বলে ভেবেছিলাম। কিন্তু তারপরও এটি দর্শকেরা পছন্দ করেছে দেখে ভালো লাগছে।”
২৪ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিনেই ঘরে তুলেছে ৬ কোটি রুপি।