উপস্থাপিকাকে চড় মারতে চান কঙ্গনা!

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৪৪

জাগরণীয়া ডেস্ক

একের পর এক বেফাঁস মন্তব্যের জন্য বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনাম হচ্ছেন বলিউড তারকা কঙ্গনা রানাউত। হৃতিক রোশন, শহিদ কাপুরকে নিয়ে নানা ঠোঁটকাটা বক্তব্যের পর এবার এক অনুষ্ঠান উপস্থাপিকাকে চড় মারতে চাইলেন কঙ্গনা।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সম্প্রতি ‘রেঙ্গুন’ সিনেমার প্রচারণার জন্য টিভি অনুষ্ঠান ‘ভয়েস অফ ইন্ডিয়া’র সেটে এসেছিলেন কঙ্গনা রানাউত ও শহীদ কাপুর। অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থাপিকা সুগন্ধা মিশ্রকে কঙ্গনার অনুকরণ করে দেখাতে বলেন সঙ্গীত তারকা সেলিম মার্চেন্ট ও শান। আর তাতেই ঘটে বিপত্তি!

আইএনএস জানায়, কঙ্গনার স্বর নকল করে ব্যঙ্গ করার সময় সুগন্ধার উপর ভয়ানক রেগে যান এ অভিনেত্রী। 

রাগ লুকিয়ে না রেখে অনুষ্ঠান মঞ্চেই কড়া স্বরে কঙ্গনা জবাব দেন, “আমার ওকে (সুগন্ধা) চড় মারতে ইচ্ছে করছে।”

কঙ্গনার এমন প্রতিক্রিয়ায় কিছুটা দমে গেলেও তা বেশ ভালোভাবেই সামলে নেন সুগন্ধা। অুনষ্ঠানের খাতিরে সুগন্ধা এরপর তার কাজ চালিয়ে যান।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত