'আমি দীপিকা, প্রিয়াঙ্কার মতো গুণী নই'
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ০০:৪৮
দীপিকা কিংবা প্রিয়াঙ্কার মতো নিজেকে গুণী মনে করেন না হাল আমলের ফ্যাশনেবল নায়িকা সোনম কাপুর।
হলিউড ভিত্তিক কাস্টিং প্রতিষ্ঠান, ইউনাইটেড ট্যালেন্ট এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সোনম। শীঘ্রই তাকেও দেখা যাবে কোনো একটি হলিউডি ছবিতে। এছাড়াও সামনেই মুক্তি পাবে তার অভিনীত হিন্দি সিনেমা ‘ভিরে দি ওয়েডিং’।
কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনম কাপুর বলেছেন, হলিউডি সিনেমায় অভিনয় করলেও কখনোই দীপিকা পাড়ুকোন কিংবা প্রিয়াঙ্কা চোপড়ার অবস্থানে পৌঁছাতে পারবেন না তিনি।
পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি মনে করি, তারা অনেক ভাল কাজ করছেন। আশা করি, আমিও তাদের মতো ভাল কাজ পাবো। তবে আমার মনে হয় না আমি কখনও তাদের অবস্থানে পৌঁছাতে পারবো, কারণ আমার মনে হয় আমি তাদের মতো গুণী নই। তারা দারুণ কাজ করছেন, আমি কেবল আশা করি, তাদের মতো কাজের অংশ বিশেষ যেন আমি করতে পারি। আমি তাতেই ধন্য হব।”
হলিউডে কী ধরনের ছবিতে অভিনয় করতে চান, জানতে চাইলে সোনম আরও বলেন, “বলিউডে আমি যে ধরণের কাজ খুঁজি, একই ধরণের কাজ আমি ওখানেও খুঁজবো। আমি হলিউডেও ভালো চরিত্রে অভিনয় করতে চাই। ভালো চরিত্র পেলে আমি সবখানেই কাজ করতে রাজি, এমনকী চীনেও।”