হৃত্বিককে নিয়ে সুজানের টুইট
প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৭, ১৮:৪৫
বলিউডের প্রাক্তন এক রিয়েল লাইফ জুটি সুজান খান এবং হৃত্বিক রোশন। ১৪ বছরের সম্পর্ক হঠাত্ কোনও এক অজানা কারণে ভেঙে যায়। কিন্তু সেই সম্পর্ক ভেঙেছে শুধুমাত্র কাগজে-কলমেই। মনে মনে আজও জীবিত রয়েছে সেই সম্পর্ক। আর তা বার বার প্রমাণিত হয়েছে হৃত্বিকের সমর্থনে সুজানের টুইট। ব্যক্তিগত জীবনে যাই হয়ে যাক না কেন, হৃত্বিকের পাশে সবসময় দেখা গিয়েছে সুজানকে। বলতেই হচ্ছে, হৃত্বিককে বড্ড ভালোবাসেন সুজান।
আর কদিন পরেই মুক্তি পাবে হৃত্বিক রোশনের ছবি ‘কাবিল’। প্রাক্তন স্বামীর আসন্ন ছবি ঘিরে উচ্ছ্বসিত এবং গর্বিত সুজান। টুইটে জানালেন সেই কথাও। হৃত্বিক রোশন, ইয়ামি গৌতম এবং ছবির অন্যান্য কলাকুশলীকে অভিনন্দন জানালেন।
নিজেদের এই পুরনো ছবিটি পোস্ট করে সুজান টুইটারে লিখলেন "Eternal sunshine of the spotless mind..so so so incredibly proud of you @iHrithik,"
দুজনের ঘনিষ্ঠ ঐ ছবির সাথে সুজান লিখেন, "The most hearted performance in history of Indian cinema @iHrithik! Kaabil will melt u! kudos 2 d team @yamigautam @_SanjayGupta."
সূত্র : জিনিউজ