‘নারীকে তার প্রাপ্য সম্মান দিতে হবে’
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০১৭, ১৪:৪৫
নতুন বছরকে স্বাগত জানানোর আনন্দ উৎসব ভারতের বেঙ্গালুরুর নারীদের কাছে ধরা দিয়েছিল চরম আতঙ্কের মতো। থার্টিফার্স্ট নাইটে বেঙ্গালুরুর এমজি সড়কে হাজার হাজার মানুষের মধ্যে অসংখ্য নারী শিকার হন লাঞ্ছনার। যৌন হয়রানির এসব ঘটনা ৪৫ টি সিসি ক্যামেরায় ধরাও পড়ে যার বেশকিছু ভিডিও অনলাইনে ভাইরাল হয়ে যায়। ন্যাক্কারজনক এই ঘটনার প্রতিবাদে আমির খান, হৃতিক রোশন, অক্ষয় কুমার, জন আব্রাহামদের মতো তারকাদের পর সরব হয়েছেন শাহরুখ খান।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ বলেন, “অন্যসব তারকাদের মতোই আমার অনুভূতিও একই। আমি মনে করি যা হয়েছে তা খুবই অন্যায়। বাবা-মাদের উচিৎ ছেলেদের এমনভাবে বড় করা যাতে শিশুকাল থেকেই তারা নারীকে তার প্রাপ্য সম্মান দিতে শেখে।”
তিনি আরও বলেন, “নারীরা আমার হৃদয়ের খুবই কাছের; সেটা আমার মা-ই হোক বা আমার কন্যা। তারা সবাই ঈশ্বরের অনন্য সৃষ্টি। নারীরা না থাকলে আমাদের জন্ম হতো না। আমি মনে করি, সময় এসেছে পৃথিবীতে সবাই যাতে নারীকে আরও সম্মান দেয়, সেই পরিবেশ নিশ্চিত করা।”