১৯ বছর পর আবারও খলচরিত্রে কাজল
প্রকাশ : ০১ জানুয়ারি ২০১৭, ১২:৫২
জাগরণীয়া ডেস্ক
দীর্ঘ ১৯ বছর পর বলিউড অভিনেত্রী কাজল ফের তামিল ছবিতে কাজ করছেন।
‘ভিআইপি টু’ নামের চলচ্চিত্রটির মাধ্যমে ১৯ বছর পর আবারও খলচরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। এর আগে সর্বশেষ ১৯৯৭ সালে ‘গুপ্ত’ ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
কিছুদিন আগে টুইটারে কাজলের শেয়ার করা একাধিক ছবিতে ‘ভিআইপি টু’র নায়ক ধানুষ ও পরিচালক সৌন্দর্য রজনীকান্তকে দেখা গেছে তার সঙ্গে। তবে এতদিন পর তার খলনায়িকা হওয়ার খবর প্রকাশ পেয়ে গেল। যদিও ‘ভিআইপি টু’ ছবিতে কাজ করা নিয়ে প্রথমে দ্বিধা ছিলো কাজলের মধ্যে। অবশ্য ছবিটি নিয়ে ৪২ বছর বয়সী এই তারকা এখন বেশ উচ্ছ্বসিত।