ভিন্নরূপে জয়ার আগমন (ভিডিও)
প্রকাশ : ০৭ জুন ২০১৬, ২০:০২
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
জাগরণীয়া ডেস্ক
![](/assets/news_photos/2016/06/07/image-482.jpg)
সম্প্রতি অনলাইনে প্রকাশিত একটা ফটোশ্যুটের ভিডিও আলোড়ন তুলেছে। আলোচনার কারণ মডেল জয়া আহসানের নিউ লুক। এই ভিডিওতে জয়াকে ভিন্ন ভিন্ন রূপে ক্যামেরার সামনে দাঁড়াতে দেখা যায়। আর নিজেকে বরাবরই নতুন ভাবে উপস্থাপনে অভ্যস্ত জয়া এবার মডেল হিসেবেও চমকে দিলেন সবাইকে। জয়ার সাহসী এক্সপেরিমেন্টের কারনেই জয়া অন্য দশজন অভিনেত্রীর চেয়ে আলাদা।
মনোজ মিশিগান পরিচালিত ‘আমি জয় চ্যাটার্জি’ শিরোনামের চলচ্চিত্রের অভিনয় জন্য জয়া এখন কলকাতায় অবস্থান করছেন। ‘আমি জয় চ্যাটার্জি’ চলচ্চিত্রটিতে জয়ার বিপরীতে রয়েছেন আবির চ্যাটার্জি। কিছুদিন আগে সাইফুল ইসলাম মান্নুর ‘পুত্র’ ও আকরাম খানের ‘খাঁচা’ চলচ্চিত্রের কাজ সম্পন্ন করেছেন তিনি।