রূপালী পর্দায় শিগগিরই আসছেন শ্রীদেবী কন্যা

প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৬, ১৭:০৭

জাগরণীয়া ডেস্ক

একটা ছোট্ট মিল খুঁজে পাওয়া গিয়েছে আলিয়া ভাট আর জাহ্নবীর মধ্যে। আলিয়াকে সবাই চিনি আমরা। কিন্তু জাহ্নবী! অনেকেই এখনও এক ডাকে চেনেন না তাকে। শ্রীদেবী আর বনি কাপুরের মেয়ে (জাহ্নবী) ইতিমধ্যেই বেশ কয়েকটা ফিল্মি পার্টিতে মায়ের হাতে ধরে দেখা দিয়েছেন। তিনি ফিল্মে আসছেন কি না তা নিয়ে ঘোর জল্পনাও ছড়িয়েছিল। এরপর ফের শিরোনামে জাহ্নবী। কেন? এখানেই আলিয়ার সঙ্গে মিল জাহ্নবীর। আলিয়ার মতো জাহ্নবীকেও তার প্রথম ফিল্মে নিয়ে আসছেন করণ জোহর।    

মারাঠি ফিল্ম ‘সাইরাত’-এর রিমেকে নায়িকার ভূমিকায় দেখা যাবে জাহ্নবীকে। চলতি বছরে বক্সঅফিসে একশো কোটির ব্যবসা করে সাড়া ফেলে দিয়েছিল ‘সাইরাতֹ’। আঞ্চলিক গণ্ডি ছাড়িয়ে তার খবর ছড়িয়েছিল ভারতের বিভিন্ন প্রান্তে। অস্কার মনোনয়নের দৌড়েও কড়া টক্কর ছিল ‘সাইরাত’-এর।

বলিউড প্রযোজকরা যে এই ‘সাইরাত’এর  পিছনে ঝাঁপাবেন না তা তো হতেই পারে না। সেই তালিকায় ছিলেন করণও। শোনা যাচ্ছে, আগামী বছরেই এর রিমেক তৈরিতে মন দেবে করণের ধর্মা প্রোডাকশন। আর সেখানেই দেখা যাবে জাহ্নবীকে। 

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত