হিলারির জন্য মাইলি সাইরাসের কান্না [ভিডিও]

প্রকাশ : ১২ নভেম্বর ২০১৬, ১৫:১৪

জাগরণীয়া ডেস্ক

ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন হেরে যাওয়ায় অনেকের মতোই বুকভেঙ্গে গেছে মার্কিন কণ্ঠশিল্পী মাইলি সাইরাসের। ডোনাল্ড ট্রাম্পকে কোনভাবেই প্রেসিডেন্ট হিসেবে মেনে নিতে পারছেন না এই তারকা।

তাই বুকভাঙ্গা আবেগের স্রোত কিছুটা দেখা মিললো মাইলি সাইরাসের ফেসবুকেও। ফেসবুকে একটা ভিডিও পোস্ট করেছিলেন মাইলি সাইরাস। সেখানে কাঁদতে কাঁদতে বলেছেন, ‘আমি এখনও মনে করি, হিলারির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়া উচিত ছিলো। এত জোরদার লড়াই চালিয়েছিলেন উনি! দেশের প্রতি তার ভালোবাসাটাকেও বিশ্বাস করি আমি।’ 

তবে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ট্রাম্পকে কিছু পরামর্শ দিতেও ভোলেননি এই তারকা। মাইলি সাইরাস ট্রাম্পকে লক্ষ করে বলেন, ‘কিন্তু প্লিজ, মানুষকে ভালোবাসুন। সহমর্মিতা দেখান। সম্মান করুন। আমিও তাহলে আপনাকে সম্মান করব’।

ইনস্টাগ্রামেও নিজের অনুভূতি প্রকাশ করতে নিজের কান্নার ছবি পোস্ট করেছেন মাইলি সাইরাস।  

ট্রাম্পের জয়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন রিহানা, কেটি পেরি, জেসিকা অ্যালবাও। লেডি গাগা আবার ট্রাম্প টাওয়ারের বাইরেই বিক্ষোভ জানিয়েছেন। পুনরায় ভোট গণনার আবেদন তুলেছেন লিন্ডসে লোহান।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত