আসছে পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেটেড সিনেমা ‘ডিটেকটিভ’
প্রকাশ : ০২ নভেম্বর ২০১৬, ১৩:৩৪
জাগরণীয়া ডেস্ক
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘ডিটেকটিভ’ অবলম্বনে তৈরী হলো দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেটেড সিনেমা ‘ডিটেকটিভ’। তপন আহমেদ-এর পরিচালনায় সিনেমাটির প্রধান চরিত্রগুলোতে কণ্ঠ দিয়েছেন আরিফিন শুভ ও নুসরাত ফরিয়া। শিগগিরিই সিনেমাটি মুক্তি পাবে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে।
ঢালিউড চলচ্চিত্রে যাত্রা শুরুর পর থেকেই নতুন নতুন কারনে আলোচনায় উঠেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নাম। এবার বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে প্রথমবারের মত অ্যানিমেটেড পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘ডিটেকটিভ’ এর জন্য আরও একবার শিরোনামে এলো এই প্রযোজনা প্রতিষ্ঠানটি।
সিনেমার প্রধান তিন চরিত্র মহিনচন্দ্র চরিত্রে আরিফিন শুভ, শৈলবালা চরিত্রে নুসরাত ফারিয়া ও মন্মথ চরিত্রে কন্ঠ দিয়ছেন শাহরিয়াজ। সিনেমায় ব্যবহার করা হয়েছে মাত্র দু’টো গান।