নিজের সুন্দর ত্বকের রহস্য জানালেন কাজল
প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৬, ২২:৪৬
জাগরণীয়া ডেস্ক
ক্যারিয়ারের শুরুর দিকে ত্বকের যত্নের বিষয়ে উদাসীন থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এর প্রয়োজনীয়তা অনুভব করেন বলিউড অভিনেত্রী কাজল।
ত্বকের যত্ন নিয়ে বিস্তারিত জানিয়ে দুই সন্তানের জননী কাজল বলেন, ‘সবচেয়ে সহজ উপায় হলো-মুখমণ্ডল পরিস্কার করা, ত্বকের মশ্চারাইজার ঠিক রাখা এবং প্রতিরাতে মেকআপ তুলে ফেলা এবং আট গ্লাস পানি পান করা।’
তিনি আরো বলেন, ‘যখন প্রতিদিন এটি করবেন আপনি পার্থক্য বুঝতে পারবেন। প্রতিদিন দুইবার মুখমণ্ডল পরিস্কার করা, সানস্ক্রিন ব্যবহার করে সূর্যের তাপ থেকে ত্বক রক্ষা করা। এটি অবশ্যই পার্থক্য তৈরি করবে।’