বাণিজ্যিক সিনেমা নির্মাণ কর্মশালা
প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৬, ১১:৩৫
বাংলাদেশ মিডিয়া অ্যান্ড ম্যানেজমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট (বিএমটিঅাই) আগামী ০৮ অক্টেবর থেকে ‘বাণিজ্যিক সিনেমা নির্মাণ কর্মশালা’র আয়োজন করতে যাচ্ছে।
কর্মশালায় প্রশিক্ষণার্থীদের বাণিজ্যিক ধারার সিনেমা নির্মাণে হাতেকলমে প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ শেষে তারা বাণিজ্যিক ধারার সিনেমাতে সহকারী পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পাবে।
কোর্সটির সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন চলচ্চিত্রনির্মাতা সি বি জামান। কর্মশালায় ডিজিটাল ক্যামেরা চালনা, শট ডিভিশন, চিত্রনাট্য, সম্পাদনা, শব্দগ্রহণ, আলোক প্রক্ষেপন, শিল্পনির্দেশনা, অভিনয় ও শুটিং পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ের উপর ধারণা প্রদান করা হবে।
কর্মশালায় ক্লাস নেবেন বাণিজ্যিক ধারার ১৫ জন চলচ্চিত্রনির্মাতা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র নির্মাণ বিষয়ে যারা পড়াশোনা করছেন, তাদের জন্য কোর্স ফি’র ২৫% ছাড় দেওয়া হবে।
কর্মশালায় অংশগ্রহণ করতে চাইলে আগামী ০৫ অক্টেবরের মধ্যে ২ কপি পাসপোর্ট সাইজ ছবি ও সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার ফটোকপিসহ যোগাযোগ করতে হবে। আসনসংখ্যা মাত্র ২০টি।
যোগাযোগ: বিএমটিআই, ৩৭৩ দিলু রোড, মগবাজার, ঢাকা-১২১৭। মোবাইল- ০১৬৮৯৯৬৭১৮৯, ০১৮৭৫০১৮৫০৭।