কারিনার সংস্পর্শে বখে যাচ্ছে সাইফ কন্যা!

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ১৩:২৪

জাগরণীয়া ডেস্ক

বেশ কিছুদিন ধরেই মেয়ের চাল-চলন, কতাবার্তা ঠিক মনে হচ্ছে না! আর মেয়ের এই পরিবর্তনের জন্য মেয়ের সৎ মা করিনা কাপুরকেই দায়ী করেছেন সাইফ খানের প্রাক্তন স্ত্রী অমৃতা সিং। তার মেয়ের এই পরিবর্তনের জন্যে সরাসরি কারিনা কাপুরকেই দায়ী করেছেন তিনি।

সম্প্রতি কারিনা কাপুরের জন্মদিনে সাইফ আলি খানের মেয়ে বেশ খোলামেলা পোশাকেই উপস্থিত হন। তার এই খোলামেলা উপস্থিতিতে মিডিয়ায় আলোড়ন সৃষ্টি হয়। মেয়ের এই উপস্থিতি তখন ভালভাবে মেনে নেননি মা অমৃতা সিং। পরিচিতদের কাছে তিনি নাকি একপ্রকার  সরাসরি বলেছেন, তার মেয়ের এই বখে যাওয়ার পেছনে বেবোর হাত রয়েছে। এতেই নাকি থেমে নেই ব্যপারটা! মেয়েকে বলিউডে ছবি করতে দিতেও নারাজ অমৃতা।

শোনা যাচ্ছে, এক সময়ের এই অভিনেত্রী এখন সব কিছুতেই বিরক্ত বোধ করেন। স্বামী, মেয়েসহ গোটা পরিবারই একপ্রকার হাতছাড়া হয়ে যাওয়াই নাকি এই বিরক্তের কারণ। আগে তাও মেয়ে সারার সঙ্গে তাঁর সম্পর্ক সুন্দর ছিল। কিন্তু সাইফের সঙ্গে কারিনার বিয়ের পর থেকেই মা ও মেয়ের মধ্যে দূরত্ব তৈরি হতে শুরু করে। সেই সঙ্গে সারার ঘনিষ্ঠতা বাড়তে থাকে বেবোর সঙ্গে।

এদিকে অনেক সাক্ষাৎকারে কারিনা জানিয়েছেন- সারা তার বান্ধবীর মতো এবং তারা একসঙ্গে হ্যাংআউট করেন। আর করিনা এবং সারার এই কেমিস্ট্রি দেখেই বেজায় চটেছেন প্রাক্তন সাইফ-পত্নী অমৃতা সিং।

আপাতত তাই মেয়েকে বেপথে না যাওয়ার হাত থেকে বাঁচাতে উঠে-পড়ে লেগেছেন অমৃতা! সারাকে বলিউডে কাজ করতে না দেওয়ার জন্য তার ছবির অফারও ফিরিয়ে দিচ্ছেন একের পর এক। প্রথমে ‘স্টুডেন্টস অফ দ্য ইয়ার’ছবির সিক্যুয়েলের জন্য টাইগার শ্রফের বিপরীতে সারাকে অভিনয় করার প্রস্তাব দিয়েছিলেন পরিচালক কারান জোহর। কিন্তু সেই অফার মায়ের পছন্দ না হওয়ায় সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সারা। 

এছাড়া বিখ্যাত হলিউড ছবি ‘ফল্ট ইন আওয়ার স্টারস’এর বলিউড রিমেকেও কাজ করার কথা ছিল সারার। কিন্তু শোনা যাচ্ছে সেই ছবিতেও কাজ করবে না বলে জানিয়ে দিয়েছেন সাইফ কন্যা।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত