ভর্তি পরীক্ষায় দীপিকাকে নিয়ে প্রশ্ন

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০১৬, ১৪:১৯

জাগরণীয়া ডেস্ক

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন তার অভিনয় গুনে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন বলিউড টপচার্ট থেকে সিনেমাপ্রেমী দর্শকদের মনে। এবার পরীক্ষার প্রশ্নেও জায়গা করে নিলেন এই বলিউড সুন্দরী। 

হলিউড সিনেমা, বিজ্ঞাপন, ফোর্বস ম্যাগাজিনের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকা, ভ্যানিটি ফেয়ার নেক্সট জেনারেশন সব জায়গায় রয়েছেন দীপিকা। সম্প্রতি  ভারতের এয়ারফোর্স এনট্রান্স পরীক্ষায় একটি প্রশ্ন করা হয়েছে পিকু  সিনেমা খ্যাত এ অভিনেত্রীকে নিয়ে।

ভারতের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ আগস্ট অনুষ্ঠিত হয় ইন্ডিয়ান এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট। সেখানেই সাধারণ জ্ঞানের  প্রশ্ন করা হয় দীপিকাকে নিয়ে।

প্রশ্নটি ছিল, ‘২০১৬ সালে কোন সিনেমার জন্য দীপিকা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার পান?’ নিচে চারটি অপশনও ছিল। সেগুলো হলো: বাজিরাও  মাস্তানি, তামাশা, পিকু  ও হ্যাপি নিউ ইয়ার।

তবে সিনেমাজগৎ নিয়ে প্রশ্ন ভারতে নতুন নয়। এর আগে ২০১৫ সালে ভারতের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের পরীক্ষায় বাহুবলি  সিনেমা নিয়ে প্রশ্ন করা হয়েছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত