দিন শেষে আমিও মেয়ে: শ্রাবন্তী চট্টোপাধ্যায়

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩, ১৩:৪৪

বিনোদন ডেস্ক

ফের আলোচনায় আসলেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। টালিগঞ্জের এই অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ এসেছে, ট্রেনিংয়ের নামে টাকা তুলে জিম বন্ধ করে দিয়েছেন তিনি। ফলে বিপাকে পড়েছেন জিম-ট্রেনিরা। শুক্রবার (৭ মার্চ) থেকে সামাজিক মাধ্যমে একের পর এক এমন অভিযোগ আসতে থাকে। শুরুতে চুপ থাকলেও একটা সময় গণমাধ্যমের কাছে ক্ষোভ উগরে দেন এ অভিনেত্রী।

তিনি বলেন, ‘বহু দিন হল আমি এই জিমের সঙ্গে যুক্ত নই। হ্যাঁ, এটা ঠিক যখন জিমটি খোলা হয়েছিল তখন আমি ছিলাম। কিন্তু বহু দিন হয়ে গেল কোনও যোগাযোগ নেই এই জিমের সঙ্গে আমার। টাকাপয়সার কোনও লেনদেনও কেউ দেখাতে পারবেন না।’

শ্রাবন্তী আরও বলেন, ‘সবাই আসলে আমায় নিয়ে চর্চা করে মজা পায়। ভিউ বেশি আসে বলে হয়তো এমনটা করে। কিন্তু সবাই ভুলে যাচ্ছে, দিনের শেষে আমিও একটা মেয়ে। আমারও সন্তান আছে। আমার একটা পরিবারও আছে। এই ঘটনায় আমি খুবই বিরক্ত। একদমই ভাল লাগছে না আর।’

এরপরেই শনিবার মাঝরাতে এক পোস্টে শ্রাবন্তী লেখেন, ‘আমি জানতে পেরেছি আমার বিরুদ্ধে কিছু ভুলভাল অভিযোগ উঠছে যার কোনও ভিত্তি নেই। বলা হচ্ছে আমি নাকি অনৈতিক কাজের সঙ্গে জড়িত। সবাইকে বলতে চাই আমি এমন কিছু করিনি। আমায় উল্টে ঠকানো হয়েছে। টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। আইনের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আমি নিশ্চিত সত্যি সামনে আসবেই। ধন্যবাদ।’

কয়েক মাস আগে ভারতের মধ্যমগ্রামের স্টার মলে “দ্য ফিটনেস এম্পায়ার” নামক জিমটি খোলা হয়। যেখানে ভর্তির জন্য প্রত্যেকের থেকে সাড়ে সাত হাজার টাকা নেওয়া হয়েছিল। পার্সোনাল ট্রেনারের জন্য নেওয়া হয় চার হাজার টাকা। হোলির জন্য বন্ধ ছিল জিম। তার পর থেকে আর খোলেনি সেই জিম। কর্তৃপক্ষের সঙ্গে অনেক বার যোগাযোগের চেষ্টাও করেছিলেন গ্রাহকরা। এই জিমে শ্রাবন্তী ছাড়াও রয়েছেন আরও দু’জন মালিক। যদিও নাম কোথাও উল্লেখ করা হচ্ছে না বলে আরও বিরক্ত নায়িকা।

জাগরণীয়া.কম/ডিআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত