‘পরান’ সিনেমা নিয়ে ব্যস্ত মিম

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:০২

জাগরণীয়া ডেস্ক

বড় পর্দার ব্যস্ততম নায়িকা বিদ্যা সিনহা মিম এবার ‘পরান’ সিনেমা  নিয়ে আসছেন তার ভক্তদের জন্য।

এ প্রসঙ্গে চিত্রনায়িকা মিম বলেন, ‘সিনেমায় একজন কলেজছাত্রীর ভূমিকায় অভিনয় করছি। প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করে আন্তরিকতা নিয়ে কাজটি করছি। আমার বিশ্বাস সিনেমাটি দর্শকপ্রিয়তা পাবে।’

গত ৩ সেপ্টেম্বর থেকে ময়মনসিংহ শহর ও তার আশেপাশের এলাকায় রায়হান রাফি পরিচালিত ‘পরান’ সিনেমার শুটিং শুরু হয়েছে।

এদিকে, আগামী ২৭ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে মিম অভিনীত গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ সিনেমা। এতে তার বিপরীতে রয়েছেন আরিফিন শুভ।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত