‘মাসুদ রানা’ সিনেমায় বলিউড তারকা শ্রদ্ধা কাপুর

প্রকাশ : ২৯ আগস্ট ২০১৯, ১৭:৩৭

জাগরণীয়া ডেস্ক

বাংলাদেশে নির্মাণের অপেক্ষায় থাকা গোয়েন্দা সিরিজ ‘মাসুদ রানা’ সিনেমায় যুক্ত হয়েছেন বলিউডের তারকা অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।

দেশীয় প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পোস্ট থেকে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, ‘শ্রদ্ধা কাপুর বর্তমানে বলিউডের অন্যতম মেধাবী ও সুন্দরী অভিনেত্রী। তিনি ‘মাসুদ রানা’ সিনেমাতে জয়েন করছেন।’ 

জাজ মাল্টিমিডিয়া আরও জানায়,  মাসুদ রানা, কবীর চৌধুরী এবং রূপা চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের অভিনয়শিল্পী। সিনেমাটি পরিচালনা করবেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউডের ডিরেক্টর আসিফ আকবর। কাজী আনোয়ার হোসেনের লেখা ‘মাসুদ রানা-ধ্বংস পাহাড়’ উপন্যাস থেকে চিত্রনাট্য পরিমার্জন, পরিবর্তন ও পরিবর্ধন করেছেন আবদুল আজিজ, আসিফ আকবর ও নাজিম উদ দৌলা। ‘মাসুদ রানা’ সিনেমার বাজেট ১০ মিলিয়ন ডলার (প্রায় ৮৪কোটি টাকা) ছাড়িয়ে যাবে। চলচ্চিত্রটির শুটিং হবে- মরিশাস, থাইল্যান্ড ও বাংলাদেশে। 

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত