পাচার হওয়া এক নারীর গল্প ‘মায়াবতী’

প্রকাশ : ১৮ আগস্ট ২০১৯, ২৩:৪২

জাগরণীয়া ডেস্ক

পাচার হয়ে যাওয়া এক নারী, বেশ্যালয়ে তার জীবন ও পরবর্তীতে প্রেম নিয়ে দ্বন্দ্ব-এমনই এক নারীর গল্প নিয়ে  ‘মায়াবতী’ সিনেমা নির্মাণ করেছেন পরিচালক অরুণ চৌধুরী। মূলত নাটক নিয়েই ব্যস্ত সময় পার করা এই পরিচালকের এটিই দ্বিতীয় সিনেমা। এর আগে দুই বোনের গল্প নিয়ে আবর্তিত ‘আলতাবানু’ সিনেমা নির্মাণ করে দেশ-বিদেশে প্রশংসিত হন এই পরিচালক।

এই সিনেমার সংশ্লিষ্টরা জানিয়েছেন, মায়া নামের এক কিশোরী চুরি হয়ে বিক্রি হয়ে যায় দৌলতদিয়ার রেড লাইট এরিয়ায়। সেখানেই তার জীবনের নানা ঘটনা প্রবাহ নিয়ে নির্মিত সিনেমা ‘মায়াবতী’। সিনেমাটি দর্শকদের মধ্যে বিশ্বাসযোগ্য করে ফুটিয়ে তোলার জন্য পরিচালক দৌলতদিয়ার রেড লাইট এরিয়াতেই সিনেমার শ্যুটিং করেছেন।

এতে মায়া চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী  নুসরাত ইমরোজ তিশা। তার বিপরীতে রয়েছেন অভিনেতা ইয়াশ রোহান। এছাড়াও সিএন্মায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, আফরোজা বানু, অরুনা বিশ্বাস, তানভীর হোসেন প্রবাল, আগুনসহ অনেকে। 

আগামী ১৩ সেপ্টেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত