ডিজিটাল নিরাপত্তা আইনে মিলার নতুন মামলা
প্রকাশ : ১২ জুলাই ২০১৯, ০৯:১৯
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে অপপ্রচার চালানোর অভিযোগ এনে সাবেক স্বামী পারভেজ সানজারিসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সাইবার ট্রাইব্যুনালে নতুন মামলা দায়ের করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলা ইসলাম।
মামলার অন্য দুই আসামি হলেন- মিলার সাবেক স্বামীর ভাই এসএমআর রহমান এবং মামাতো ভাই খান আল আমিন।
১১ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে বিচারক আসসামছ মোহাম্মদ জগলুল হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন কণ্ঠশিল্পী মিলা।
আদালত মামলাটি গ্রহণ করে আগামী ১৬ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
২০১৭ সালের ০৫ অক্টোবর যৌতুকের জন্য মারধরের অভিযোগে এনে উত্তরা পশ্চিম থানায় সানজারির বিরুদ্ধে আরেক মামলা করেছিলেন মিলা। এদিকে, গায়িকা মিলার বিরুদ্ধে সাবেক স্বামী বৈমানিক এস এম পারভেজ সানজারিকে হত্যাচেষ্টার অভিযোগ এনে গত ০৫ জুন উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন মিলার সাবেক স্বামী। সেই মামলায় বর্তমানে জামিনে আছেন মিলা।