ডারবান চলচ্চিত্র উৎসবে ‘হাসিনা: অ্যা ডটার্স টেল’
প্রকাশ : ১০ জুলাই ২০১৯, ১২:৪৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত ডকুফিল্ম ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ প্রদর্শিত হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার ৪০তম ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজকেরা জানান, উৎসবে ‘হাসিনা: অ্যা ডটার্স টেল’ দেখানো হবে দুইবার। ২০ জুলাই দুপুর আড়াইটায় গেটওয়ে-১২ নম্বর হলে প্রথম শো হবে। আর ২৪ জুলাই বিকেল ৪টায় মাসগ্রাব-১ হলে দ্বিতীয় শো হবে।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ও অ্যাপেলবক্স ফিল্মস-এর যৌথ প্রযোজনায় নির্মিত এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রেজাউর রহমান খান পিপলু এবং চিত্রগ্রহণ করেছেন সাদিক আহমেদ। গত বছরের ১৬ নভেম্বর চলচ্চিত্রটি রাজধানীর স্টার সিনেপ্লেক্স, মধুমিতা সিনেমা হল, ব্লকবাস্টার সিনেমা ও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে একযোগে মুক্তি পায়। পরে এ চলচ্চিত্রটি টিভিতেও প্রদর্শিত হয়।
আগামী ১৮ জুলাই ডারবানের কোয়াজুলু নাটাল বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্রিয়েটিভ আর্টসের আয়োজনে শুরু হওয়া এ উৎসব চলবে আগামী ২৮ জুলাই পর্যন্ত।