চলে গেলেন মার্কিন তারকা ডরিস ডে

প্রকাশ : ১৪ মে ২০১৯, ১৫:২৭

জাগরণীয়া ডেস্ক

মার্কিন বিনোদন জগতের অন্যতম শ্রেষ্ঠ তারকা প্রখ্যাত গায়িকা ও অভিনেত্রী ডরিস ডে আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন।

গত ১৩ মে (সোমবার) ক্যালিফোর্নিয়ায় নিজ বাসা কারমেল ভ্যালিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

কিংবদন্তি এই গায়িকা-অভিনেত্রী জীবনের দীর্ঘ ৮০ বছরই বিনোদন অঙ্গনে কাটিয়েছেন। ডরিস ডে ১৯৫৯ সালে ‘পিলো টক’ সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে অস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া ‘মিডনাইট লেস’ সিনেমায় অভিনয় করে সেরা নাট্য অভিনেত্রী এবং ‘টানেল অব লাভ’ ‘বিলি রোজস জাম্বু’, ‘মুভ অভার’ ও ‘ডার্লিং’- এ অভিনয় করে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন তিনি।

১৯৩৯ সালে বিগ ব্যান্ডের শিল্পী হিসেবে গাইতেন তিনি। তার প্রথম রেকর্ডিং ‘সেন্টিমেন্টাল জার্নি’ তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। এরপর ব্যান্ড ছেড়ে একক ক্যারিয়ার শুরু করেন ডে। ১৯৪৭ থেকে ১৯৬৭ সালের মধ্যে ৬৫০- এর অধিক গানের রেকর্ড করেন এবং প্রতিষ্ঠান পান অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী হিসেবে।

সূত্র : ভ্যারাইটি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত