x

এইমাত্র

  •  ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে ১৮ জন করোনায় আক্রান্ত
  •  ২০ মিনিটে করোনা টেস্টের ট্রায়াল শুরু যুক্তরাজ্যে
  •  গত ২৪ ঘন্টায় করোনায় নতুন সংক্রমিত ১৬৯৩ জন, মৃত্যু ২৪
  •  বিশ্বে করোনায় মোট মারা গেছেন ৩ লাখ ৩৪ হাজার ৯৯৭ জন
  •  বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ ২০ লাখ ৯৪ হাজার ১৪৩ জন

‘শকুন্তলা দেবী’র বায়োপিকে বিদ্যা বালান

প্রকাশ : ০৯ মে ২০১৯, ১৭:৪২

জাগরণীয়া ডেস্ক

গণিতের এক অনন্য বিস্ময় ভারতীয় লেখক ও মানব ক্যালকুলেটর ‘শকুন্তলা দেবী’র বায়োগ্রাফিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউড তারকা বিদ্যা বালান।

০৮ মে (বুধবার) বিদ্যা নিজেই ভারতীয় সংবাদমাধ্যমে অভিনয় করার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘শকুন্তলা দেবী’র  চরিত্রে অভিনয় নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। ওনার মতো মানুষ খুব কম দেখা যায়। নারীবাদী ‘শকুন্তলা দেবী’দুনিয়ার সব সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে সাফল্যের শিখরে পৌঁছেছিলেন।

সিনেমাটি পরিচালনা করছেন অনু মেনোন এবং প্রযোজনা করছেন বিক্রম মালহোত্ররা। চলতি বছর সিনেমার শুটিং শুরু হবে। মুক্তি পাবে ২০২০ সালে।

১৯৮২ সালে ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’-এ নিজের নাম লেখান ভারতীয় লেখক ও ‘মানব ক্যালকুলেটর’ খ্যাত শকুন্তলা দেবী। ১৩ সংখ্যার দুটি নম্বর চোখের পলকে গুণ করার অসাধারণ গণন ক্ষমতা দেখিয়েছিলেন গণিতের এই বিস্ময়কর নারী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত