স্বাধীনতা দিবসে টেলিভিশনে যত সিনেমা
প্রকাশ : ২৬ মার্চ ২০১৯, ১৪:৪০
চ্যানেল আই
বেলা ৩টা ৫ মিনিটে দেখানো হবে মুক্তিযুদ্ধের ছবি গেরিলা। নাসির উদ্দীন ইউসুফের পরিচালনায় এতে অভিনয় করেছেন জয়া আহসান, শতাব্দী ওয়াদুদ, এ টি এম শামসুজ্জামান, শম্পা রেজা, আহমেদ রুবেল, আজাদ আবুল কালাম প্রমুখ। ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ সিরিজ অবলম্বনে নির্মিত টেলিছবি এবার সাভারে প্রচারিত হবে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে। চিত্রনাট্যের পাশাপাশি এতে অভিনয়ও করেছেন আফজাল হোসেন। এতে আরও অভিনয় করেছেন শম্পা রেজা, প্রবাল প্রমুখ।
মাছরাঙা টিভি
বেলা ৩টায় টেলিছবি গুপ্তধন। সুমন আনোয়ারের পরিচালনায় এতে অভিনয় করেছেন মৌসুমী হামিদ, মাজনুন মিজান প্রমুখ। রাত সাড়ে ৮টায় টেলিছবি আরজ আলী ডাকাত। আসাদুজ্জামান সোহাগের রচনায় বর্ণনাথের পরিচালনায় এতে অভিনয় করেছেন গাজী রাকায়েত, ফারজানা ছবি, জয়রাজ প্রমুখ।
দেশ টিভি
রাত ১০টায় চলচ্চিত্র ভুবন মাঝি। এতে অভিনয় করেছেন পরমব্রত, অপর্ণা, মাজনুন মিজান।
বৈশাখী টিভি
বেলা ২টা ৪৫ মিনিটে প্রচারিত হবে হাঙর নদী গ্রেনেড। রাত ১২টায় প্রচারিত হবে চলচ্চিত্র এদেশ কার। এতে অভিনয় করেছেন মান্না, শাবনূর, কমল, ফরীদি, মিশা সওদাগর প্রমুখ।