বক্স অফিস কাঁপাচ্ছে ‘ক্যাপ্টেন মার্ভেল’

প্রকাশ : ১০ মার্চ ২০১৯, ২৩:৫৫

জাগরণীয়া ডেস্ক

মুক্তির প্রথম দিনই মূলধন ঘরে তুলে রীতিমত বক্স অফিস কাঁপাচ্ছে নারী সুপারহিরোকেন্দ্রিক ছবি ‘ক্যাপ্টেন মার্ভেল’। এমনটাই জানা গেছে আমেরিকা ও ভারতের বেশকিছু নির্ভরযোগ্য ওয়েব সাইটে, যেখানে বিশ্বের নানা প্রান্তের ছবির বক্স অফিসের হিসেব নিকেষ দেয়া হয়।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশসহ সারা বিশ্বে একসাথে মুক্তি দেয়া হয়েছিল ১৫কোটি ১০ লাখ ডলার বাজেটের ছবি ‘ক্যাপ্টেন মার্ভেল’। বক্স অফিসে নাড়া দিয়ে মাত্র একদিনে শুধু নর্থ আমেরিকায় ১৫ কোটি ডলারের ব্যবসা করেছে এ সিনেমাটি।

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের প্রথম সিনেমা ‘ক্যাপ্টেন মার্ভেল’, যেখানে একজন নারী সুপারহিরো চরিত্রে দেখানো হয়েছে। ছবিতে দেখা গেছে ক্যাপ্টেন মার্ভেল মার্কিন বিমানবাহিনীর একজন পাইলট এবং তিনি একজন সুপারহিরো। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেত্রী ব্রি লারসন। ছবিটি পরিচালনা করেছেন অ্যানা বডেন ও রায়ান ফ্লেক।

চলচ্চিত্র বুদ্ধারা আশা করছেন,  চলতি সপ্তাহেই বিশ্বব্যাপী ছবিটি ২৫০ মিলিয়ন ডলার থেকে ৩০০ মিলিয়ন ডলার পর্যন্ত  আয় করতে পারে। 

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত